মুখগহ্বর এর ঘা কি বিপদজনক???
মুখগহ্বর এর ঘা কি বিপদজনক???
অনেকেই ডাক্তারের কাছে মুখে পানি নিলে জ্বালাপোড়া সমস্যা নিয়ে আসে। যা মুখে ঘা হিসাবে পরিচিত।
ডাক্তারি ভাষায় একে এপথাস আলসার বলে।
এপথাস আলসার রোগে গোলাকার বা ডিম্বাকার আলসার সৃষ্টি হয় মুখের চামড়া বা গালে।
বেশিরভাগ ক্ষেত্রে যে চামড়া হাড়ের সাথে যুক্ত থাকে না এমন অংশ এ বেসি হয়। এগুলা মুখের তালুতে কম হয়।
সাদা এপথাস আলসার খুব একটা বিপ্পদজনক নয়, কিন্তু খুব এ যন্ত্রনাদায়ক।
সাধারণত ব্যাথা ১০দিন থাকে আর আলসার এক থেকে তিন সপ্তাহের ভিতর সেরে যায়।
বড় আলসার যেটা ১সে.মি. এর বেসি সেতা সারতে বেসি সময় লাগে।
কিছু কিছু রোগের লক্ষন এ এপথাস আলসার হয়।
যেমন : এইচ আইভি, কোনস ডিজিজ, ইনফ্লামেটরি বয়েল ডিজিজ।
এইচ আইভি রোগে এপথাস আলসার সহজে সেরে যায় না। তখন ডাক্তারের শরণাপন্ন হতে হয়।
পরিবারে যদি এপথাস আলসার এর ইতিহাস থাকে তাহ লেও এটা হতে পারে।
এপথাস আলসারের অন্যতম কারন দুঃশ্চিন্তা ও নিদ্রাহীনতা।
গালে বা ঠোটে বার বার কামড় পরলে সেখানেও আলসার হতে পারে।
যাদের শরীরে ভিটামিন এর অভাব যেমন ভিটামিন বি, আয়রন এবং ফলিক এসিড এর অভাব থাকে তাদের অ হতে পারে।
নারী দের হরমন পরিবর্তন হলেও হতে পারে।
লক্ষন :
# জ্বালা পোড়া বা ব্যথার অনুভুতি
# লাল চিন্হ বা ফোলা
# এক সে.মি. এর কম
# একক আলসার বা এক গুচ্ছ ছোট ছোট আলসার হতে পারে
# খাবার খাওয়া খুব কষ্ট কর হয়ে যায়
# যখন আলসার সেরে যায় তখন সাদা ধুসর ঝিল্লি এর উপরে ঢেকে যায়। ব
ড় আলসার সেরে যাওয়া র পর অ ক্ষতচিন্হ থাকে
আলসারের সাধারণত বায়োপসি দরকার হয় না। বড় আকারের হলে বায়োপসি করে নিশ্চিত হতে হয় যে ক্যান্সার হয়েছে কিনা।
নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

Comments
Post a Comment