দাঁতের সমস্যায় প্রয়োজনীয় প্রশ্ন
মুখের অন্যতম প্রয়োজনীয় অঙ্গ দাঁত । দাঁতের সমস্যা নেই এমন মানুষ পাওয়া দুষ্কর। আমাদের ৩২ টা দাঁতের ৩২ রকম সমস্যা । আমরা নিয়মিত প্রয়োজনীয় কিছু প্রশ্ন ও উত্তর নিচে আলোচনা করব ।
#প্রশ্ন_১
দাঁত শিরশির করার কারন কি ? কি করলে কমবে আই সমস্যা ?
#উত্তর-
শীতকালে দাঁত শিরশির করার সমস্যা কম বেশি সবারই হয় । দাঁত শিরশির করার কারণ –
#দাঁত এর উপরের আস্তরণ কোন কারণে ভেঙ্গে যাওয়া ।
#খুব শক্ত ব্রাশ দিয়ে জোরে জোরে ব্রাশ করলে
#ভুল নিয়মে ব্রাশ করা ।
#অতিরিক্ত ঠাণ্ডা পানীয় হটাত করে পান করলে
#আঘাতে দাঁত ফেটে গেলে
#নকল দাঁত বা ডেঞ্ছার এর ক্রমাগত ঘষা লাগলে
#কিছু বদ অভ্যাস যেমন পেন্সিল, কলম কামড়ানো , রেগে গেলে বা ঘুম এর মাঝে দাঁতে দাঁত ঘষা ইত্যাদি ।
(চলবে)
Comments
Post a Comment