রুট ক্যানেল পরবর্তী চিকিৎসা কি ?
অনেকেই মনে করেন রুট ক্যানেল চিকিৎসায়
পার্মানেন্ট ফিলিং দেওয়া হয়ে গেলেই সম্পূর্ণ ট্রিটমেন্ট শেষ।
আসলে কিন্তু তা না।
কেননা রুট ক্যানেল ট্রিটমেন্টে আমরা দাঁতের ভিতরের সম্পূর্ণ
দন্ত মজ্জাটুকু বের করে ফেলে
দাঁতটিকে মৃত করে দেই।ফলে দাঁতটি তার স্বাভাবিক মজবুত ভাব নষ্ট হয়ে যায় এবং
দাঁতটি খুব সহজেই ভেঙে যেতে পারে। span>
তাই আমরা
দাঁতের উপর এক ধরনের কৃত্তিম মুকুট
বা আবরণ পরাই যাকে ক্রাউন বা ক্যাপ বলে।
যা আপনার মৃত দাঁতের স্থায়িত্ব বহু বছর বাড়িয়ে দেয়।
দাঁতে ক্রাউন কিভাবে করা হয় ?
বর্তমানে ক্রাউন ম্যাটেরিয়াল হিসেবে
সবচেয়ে বহুল ব্যবহৃত হয় পোরসেলিন ফিউসড মেটাল বা সিরামিক।
রুট ক্যানেলের
পর আপনার দাঁতটিকে সঠিক
আকৃতিতে কেটে নির্দিষ্ট আকার দেওয়া হয়। তারপর আপনার
দাঁতের রঙের সাথে রঙ নির্ধারণ করা হয়।
তারপর দাঁতটির সঠিক ছাপ নিয়ে সেটা ডেন্টাল ল্যাব
থেকে ওই আকৃতির ও নির্ধারিত রঙের ক্যাপ বানানো হয়।
যা ওই দাঁতের উপর বসিয়ে বিশেষ ধরনের ডেন্টাল ফিল্লিং দিয়ে আটকিয়ে দেওয়া হয়।
যদি আপনার ডেন্টিস্ট মনে করে আপনার
দাঁতের উপরের অংশ অনেক বেশী ভাঙ্গা বা দাঁত অনেক দুর্বল সেক্ষেত্রে অনেক সময় দাঁতের গোঁড়ায়
একটি মেটালের খুঁটি বসিয়েও ক্রাউন করা হয়। একে পোস্ট ক্রাউন বলে। এতে দাঁতটি আরও মজবুত ও দীর্ঘস্থায়ী হয়।
পোস্টটি ভাল লাগ্লে
লাইক, কমেন্ট, শেয়ার করুন।।।। আপনাদের বন্ধু পরিজন কে ইনভাইট করুন।
জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন ০১৯৭৮২৭০৪২৭
Comments
Post a Comment