Diabetics and tooth problem
ডায়াবেটিস রোগ আর #দাতের রোগ কি সম্পর্ক যুক্ত???
ডায়াবেটিস রোগ সম্পর্কে আমরা কম বেসি সবাই জানি। এই রোগ এ #চিনি জাতীয় খাবার পরিমান মত খেতে হয়। না হলে রক্তের সুগার বেশি হয়। রক্তের সুগার বেসি হলে যে যে সমস্যা দেখা যায় তা হল-
#চোখের সমস্যা
#দাত ও মাড়ির এর সমস্যা
#হাড় এর সমস্যা
#মস্তিষ্কের সমস্যা
#স্কিন এর সমস্যা
আর ও অনেক
আমরা মুলত #দাত এর সমস্যা নিয়ে আলোচনা করব
ডায়াবেটিস রোগ সম্পর্কে আমরা কম বেসি সবাই জানি। এই রোগ এ #চিনি জাতীয় খাবার পরিমান মত খেতে হয়। না হলে রক্তের সুগার বেশি হয়। রক্তের সুগার বেসি হলে যে যে সমস্যা দেখা যায় তা হল-
#চোখের সমস্যা
#দাত ও মাড়ির এর সমস্যা
#হাড় এর সমস্যা
#মস্তিষ্কের সমস্যা
#স্কিন এর সমস্যা
আর ও অনেক
আমরা মুলত #দাত এর সমস্যা নিয়ে আলোচনা করব
#ডায়াবেটিস রোগের জন্য দাঁতের #মাড়ি তে #ইনফেকশন হতে পারে। এ কারনে ডাক্তারের কাছে এসে আগে ডায়াবেটিসএর কথা বলতে হবে। সম্ভব হলে #ডায়াবেটিস মেপে তারপর আসা উচিত। #ইনফেকশনের
মত রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে দাঁতের মাড়িও আক্রান্ত হতে পারে। এই
সমস্যাকে প্রতিরোধ করার জন্য বছরে অন্তত দু’বার ডেন্টিস্ট এর শরণাপন্ন হওয়া
উচিত। ডায়াবেটিস রোগীদের দাঁতের সমস্যা থেকে মুক্তি পাবার ক্ষেত্রে এর
থেকে সহজ কিছুই নাই।
#অবশ্য ই মেনে চলা উচিত-
১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন এবং যখনই ডেন্টিস্ট এর কাছে যাবার প্রয়োজন হবে তখনই আপনার ডায়াবেটিসের কথা বলা অতি জরুরী। দাঁতের মাড়ির চিকিত্সার জন্যে ডায়াবেটিস বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে চিকিৎসা করা দরকার।
২. দাঁত তোলা বা মুখের সার্জারীর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ইনসুলিনের মাত্রা সম্পর্কে ভালভাবে জানা প্রয়োজন।
৩. অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ইনফেকশন ও এবসে্স (এমন ফোঁড়া যেখানে পুজ থাকে) এর চিকিত্সা করার ক্ষেত্রে তা করতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসার পর।
ডায়াবেটিস রোগির যে যে সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে হয়-
#দাঁতের গোড়া থেকে মাড়ি সরে যায়
#দাঁত নড়ে যায় সংবেদনশীল হয়ে পড়ে।
#মুখে দূগন্ধ হয়।
#দাঁতের কামড় অস্বাভাবিক হয়
#অল্প সময়ে অনেক দাত পড়ে যায়।।
ডাঃ শাম্মা মায়িশা
ইয়োর ডেন্টাল।।।
#অবশ্য ই মেনে চলা উচিত-
১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন এবং যখনই ডেন্টিস্ট এর কাছে যাবার প্রয়োজন হবে তখনই আপনার ডায়াবেটিসের কথা বলা অতি জরুরী। দাঁতের মাড়ির চিকিত্সার জন্যে ডায়াবেটিস বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে চিকিৎসা করা দরকার।
২. দাঁত তোলা বা মুখের সার্জারীর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ইনসুলিনের মাত্রা সম্পর্কে ভালভাবে জানা প্রয়োজন।
৩. অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ইনফেকশন ও এবসে্স (এমন ফোঁড়া যেখানে পুজ থাকে) এর চিকিত্সা করার ক্ষেত্রে তা করতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসার পর।
ডায়াবেটিস রোগির যে যে সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে হয়-
Newchic Men Hot Sale Clothing with code:PROMO20
#দাঁতের মাড়ি লাল হয়ে ফুলে যায় ও রক্ত পড়ে।#দাঁতের গোড়া থেকে মাড়ি সরে যায়
#দাঁত নড়ে যায় সংবেদনশীল হয়ে পড়ে।
#মুখে দূগন্ধ হয়।
#দাঁতের কামড় অস্বাভাবিক হয়
#অল্প সময়ে অনেক দাত পড়ে যায়।।
ডাঃ শাম্মা মায়িশা
ইয়োর ডেন্টাল।।।

Comments
Post a Comment