#শিশুদের দাত #ক্ষয় হয়ে গেলে কি ফেলে দিতে হবে?
#জন্ম হওয়ার পর একজন #শিশুর মুখে যেসব #দাঁত উঠে তাকে #দুধ দাঁত বলে ।
৬ বছর বয়স থেকে এই দাত গুলো ক্রমান্বয়ে পড়ে গিয়ে নতুন দাত উঠে ।
এই নতুন দাঁত গুলো হল স্থায়ী দাঁত । যা সারাজীবন মুখে থাকবে ।
এসব দাত এর ভাল ভাবে যত্ন নিতে হবে ।
৬ বছর বয়স থেকে এই দাত গুলো ক্রমান্বয়ে পড়ে গিয়ে নতুন দাত উঠে ।
এই নতুন দাঁত গুলো হল স্থায়ী দাঁত । যা সারাজীবন মুখে থাকবে ।
এসব দাত এর ভাল ভাবে যত্ন নিতে হবে ।
বাচ্চারা যেহেতু #মিষ্টি , #চকলেট , #আইসক্রিম, জুস খেতে বেসি পছন্দ করে
সেই কারনে দাত গুলো দ্রুত নষ্ট হয়, ক্ষয়ে যায় ।
সেই কারনে দাত গুলো দ্রুত নষ্ট হয়, ক্ষয়ে যায় ।
প্রথমত, বাবা মা দের খেয়াল করে ১-১০ বছর পর্যন্ত বাচ্চার দাঁত পরিস্কার ( #দাঁত ব্রাস , #কুলি করা,# ফ্লসিং)
করে দিতে হবে ।বাচ্চাদের ব্রাশ করতে দিলেও তাদের দেখায় দিতে হবে ।
তারপর, বাচ্চাদের মিষ্টি খাবার এ অনুৎসাহিত করতে হবে ।
প্রয়োজন এ দাঁতের ডাক্তার এর পরামর্শ নিতে হবে ।
মনে রাখতে হবে একজন বাচ্চার দাত ৬ বছরের আগে ফেলা উচিত না।
এর আগে কারন ছাড়া ফেলে দিলে দাত আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা থাকে ।
নিজে সচেতন হন অন্য কেও সচেতন করুন ।
এর আগে কারন ছাড়া ফেলে দিলে দাত আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা থাকে ।
নিজে সচেতন হন অন্য কেও সচেতন করুন ।
ভাল লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন ।।
ডা শাম্মা মায়িশা
০১৯৭৮২৭০৪২৭ ।

Comments
Post a Comment