অনেকেই মনে করেন রুট ক্যানেল চিকিৎসায় পার্মানেন্ট ফিলিং দেওয়া হয়ে গেলেই সম্পূর্ণ ট্রিটমেন্ট শেষ। আসলে কিন্তু তা না। কেননা রুট ক্যানেল ট্রিটমেন্টে আমরা দাঁতের ভিতরের সম্পূর্ণ দন্ত মজ্জাটুকু বের করে ফেলে দাঁতটিকে মৃত করে দেই।ফলে দাঁতটি তার স্বাভাবিক মজবুত ভাব নষ্ট হয়ে যায় এবং দাঁতটি খুব সহজেই ভেঙে যেতে পারে। span> তাই আমরা দাঁতের উপর এক ধরনের কৃত্তিম মুকুট বা আবরণ পরাই যাকে ক্রাউন বা ক্যাপ বলে। যা আপনার মৃত দাঁতের স্থায়িত্ব বহু বছর বাড়িয়ে দেয়। দাঁতে ক্রাউন কিভাবে করা হয় ? বর্তমানে ক্রাউন ম্যাটেরিয়াল হিসেবে সবচেয়ে বহুল ব্যবহৃত হয় পোরসেলিন ফিউসড মেটাল বা সিরামিক। রুট ক্যানেলের পর আপনার দাঁতটিকে সঠিক আকৃতিতে কেটে নির্দিষ্ট আকার দেওয়া হয়। তারপর আপনার দাঁতের রঙের সাথে রঙ নির্ধারণ করা হয়। তারপর দাঁতটির সঠিক ছাপ নিয়ে সেটা ডেন্টাল ল্যাব থেকে ওই আকৃতির ও নির্ধারিত রঙের ক্যাপ বানানো হয়। যা ওই দাঁতের উপর বসিয়ে বিশেষ ধরনের ডেন্টাল ফিল্লিং দিয়ে আটকিয়ে দেওয়া হয়। যদি আপনার ডেন্টিস্ট মনে করে আপনার দাঁতের উপরের অ...
#দাঁতের #সমস্যায় #প্রয়োজনীয় #প্রশ্ন মুখের অন্যতম প্রয়োজনীয় অঙ্গ দাঁত । দাঁতের সমস্যা নেই এমন মানুষ পাওয়া দুষ্কর। আমাদের ৩২ টা দাঁতের ৩২ রকম সমস্যা । আমরা নিয়মিত প্রয়োজনীয় কিছু প্রশ্ন ও উত্তর নিচে আলোচনা করব । #প্রশ্ন_১ দাঁত শিরশির করার কারন কি ? কি করলে কমবে আই সমস্যা ? #উত্তর- শীতকালে দাঁত শিরশির করার সমস্যা কম বেশি সবারই হয় । দাঁত শিরশির করার কারণ – #দাঁত এর উপরের আস্তরণ কোন কারণে ভেঙ্গে যাওয়া । #খুব শক্ত ব্রাশ দিয়ে জোরে জোরে ব্রাশ করলে #ভুল নিয়মে ব্রাশ করা । #অতিরিক্ত ঠাণ্ডা পানীয় হটাত করে পান করলে #আঘাতে দাঁত ফেটে গেলে #নকল দাঁত বা ডেঞ্ছার এর ক্রমাগত ঘষা লাগলে #কিছু বদ অভ্যাস যেমন পেন্সিল, কলম কামড়ানো , রেগে গেলে বা ঘুম এর মাঝে দাঁতে দাঁত ঘষা ইত্যাদি । (চলবে) High Resolution Interesting and Colourful Printable Arts for Download at Reasonable Prices - Top Selling Arts
Discover the reasons behind the unwavering trust our clients place in our dental practice. 🦷✨ Our commitment to excellence goes beyond dental care – it's about creating a comfortable, personalized experience for each patient. From skilled professionals to state-of-the-art technology, here's why our clients choose us: Expertise You Can Count On: Our team of experienced and skilled dental professionals is dedicated to providing top-notch care and staying at the forefront of dental advancements. Personalized Treatment Plans: We understand that every smile is unique. Our tailored treatment plans ensure that each client receives the care that best suits their individual needs and goals. Cutting-Edge Technology: We invest in the latest dental technologies to enhance accuracy, efficiency, and overall patient experience. Your comfort and well-being are our top priorities. Transparent Communication: Building trust starts with clear communication. We take the time to thoroughly...
Comments
Post a Comment